সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়েরকৃত অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবি করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ।
গত ২৬ জুলাই অভিযোগটি দায়ের করেন প্রতিষ্ঠানটির ভূমিদাতা ও বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য নির্মাল্য কান্তি রায়।
জানা যায়, বেহেলী উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক, আয়া ও নৈশ প্রহরীসহ ৪ টি শূন্য পদে দৈনিক পত্রিকায় লোক নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে ৩ আগষ্ট নিয়োগ পরিক্ষার দিন ধার্য্য করা হয় এবং সকল পদেই একাধিক প্রার্থীর আবেদন পড়েছে। কিন্তু হঠাৎ করেই ধার্য করা নিয়োগ পরিক্ষার কয়েকদিন আগে ম্যানেজিং কমিটির সদস্য নির্মাল্য কান্তি রায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসার ও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নিয়োগে অনিয়ম দূর্ণীতি ও বানিজ্য হওয়ার আশংকা আছে বলে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন পত্রিকায় নিউজ ছাপা হয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এখনো পর্যন্ত নিয়োগ পরিক্ষা নেওয়া হয়নি তাহলে আর্থিক লেনদেন হবে কিভাবে। তাছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার আগে ম্যানেজিং কমিটির প্রতিটি মিটিংয়ে নির্মাল্য কান্তি রায় উপস্থিত ছিলেন। এবং স্কুলের নিয়োগ প্রক্রিয়ার প্রস্তুতির বিষয়টি বিধি মোতাবেক সম্পন্ন করা হয়েছে। এই অভিযোগ সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এটা করা হয়েছে। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।