আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে আল শোরতাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠলো আল নাসের। স্পটকিক থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র গোলে নিশ্চিত হয় জয়।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দাপট ধরে রাখে আল নাসের।
ম্যাচের ৭৫ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ডেডলক ভাঙ্গেন পর্তুগিজ এই তারকা। তার গোলে এগিয়ে যায় আল নাসের।
খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো-মানেরা।
সিআরসেভেনের এই গোলে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালের দ্বার উন্মোচন হয়েছে আল নাসেরের সামনে। ১৯৮২ সাল থেকে হয়ে আসা এ টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে উঠল সৌদির ক্লাবটি।