কদিন আগেই জোড়া গোল করে আল নাসেরকে আরব কাপ জেতালেন রোনালদো। এবার সৌদি প্রো লিগের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক করে দলকে এনে দিলেন মৌসুমের প্রথম জয়ও।
ক্যারিয়ারে এটি রোনালদোর ৬৩তম হ্যাটট্রিক। রোনালদোর হ্যাটট্রিকের দিনে জোড়া গোল করেছেন সাদিও মানে।
শুক্রবার আল ফাতেহর বিপক্ষে ৫-০ গোলের ব্যবধানে বড় জয় পেয়েছেন আল নাসর।
ম্যাচের ২৭তম মিনিটে গোল করেন বায়ার্ন মিউনিখ থেকে আল নাসরে আসা সেনেগাল তারকা সাদিও মানে। এই গোলে সহায়তা দেন রোনালদো। ৩৮তম মিনিটে গোল করেন রোনালদো নিজেই।
২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
ম্যাচের ৫৫তম মিনিটে ফের গোল করেন সিআরসেভেন। ৮১তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের হালী পূরণ করেন সাদিও মানে।
শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। এটি রোনালদোর ক্যারিয়ারে ৬৩তম হ্যাটট্রিক।
বড় জয়ের পরও সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় ১০ নম্বরে রয়েছে আল নাসর। ৩ ম্যাচে ৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।