ডিপ্লোম্যাটিক ও সার্ভিসঅফিসিয়াল পাসপোর্টধারী ব্যক্তিদের ক্ষেত্রে ভিসা অব্যাহতি-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত করেছে বাংলাদেশ-কাজাখস্তান।
নিউইয়র্কস্থ জাতিসংঘে কাজাখস্তানের স্থায়ী মিশনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং কাজাখস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুরাত নার্তলেউর মধ্যে এ চুক্তিতে স্বাক্ষর হয়।
এই চুক্তি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উভয় মন্ত্রী।
এ ছাড়া দুই মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও কাজাখস্তানের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয়।