রাগবি বিশ্বকাপের সেমিফাইনালে শোচনীয় হারের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা।
শুক্রবার (২০ অ্টবর) রাতে প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্সে অনুষ্ঠিত সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ৪৪-৬ গোলে।
প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি আলবেসিলেস্তারা। অথচ ম্যাচের প্রথম পাঁচ মিনিটে ৩-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা।
কিন্তু ১১-১৯ মিনিট এই ৯ মিনিটে তারা ১২ গোল হজম করে। ৩১ মিনিটের মধ্যে আরও ৩টি গোল দেয় আলবিসেলেস্তেরা। তখনও নিউজিল্যান্ড ৬ গোলে এগিয়ে। তবে এরপর তারা খেই হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত তারা আর ম্যাচে ফিরতে পারেনি।
প্রথমবারের মতো ফাইনাল খেলার সুযোগ হারায় তারা।
আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
আগামী রবিবার হবে ফাইনালের মহারণ।
রাগবি বিশ্বকাপের সেমিফাইনালে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়।
১৯৮৭ আসরে ওয়েলসকে ৪৯-৬ ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড। এছাড়া ২০০৭ সালের আসরে আর্জেন্টিনাকে ৩৭-১৩ ব্যবধানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা।