Tuesday, December 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলন্ডন সংবাদলন্ডনে  আল-কোরআন একাডেমির ১০তম বই মেলায় ফারহানা রহমান ইভার বই ব্যাপক সাড়া...

লন্ডনে  আল-কোরআন একাডেমির ১০তম বই মেলায় ফারহানা রহমান ইভার বই ব্যাপক সাড়া ফেলেছে

লন্ডন অফিস: লন্ডনে  আল-কোরআন একাডেমির ১০তম বই মেলায় ফারহানা রহমান ইভার সঠিক ইসলামী জ্ঞানের বিকাশ বই ব্যাপক সাড়া ফেলেছে। বইটিতে ৩টি অধ্যায় রয়েছে এবং  ইসলামের ৫ টি স্তম্ভ নিয়ে বিভিন্ন তথ্য রয়েছে। এর মধ্যে কোরআনের বিভিন্ন নাম ও অর্থ, নবী(আঃ)রা সবাই মুসলমান ছিলেন তার প্রমান, কোরআন কোন হিন্দু নয়, মুসলমান মাওলানা বঙ্গানুবাদ করেছেন তার প্রমান, কাবা ঘর সৃষ্টি ও কাবা ঘর পৃথিবীর কেন্দ্রে অবস্থিত গ্রিনিচ মান মন্দীর নয় তার প্রমান, হজ্জ-ওমরা, যাকাতের বিস্তারিত বর্ননা কোরআন ও হাদিসের আলোকে রয়েছে। 

এছাড়াও মানুষ সৃষ্টি থেকে শুরু করে জীবনের প্রতিটা বিষয়, মৃত্যুর পর কিভাবে গোসল করাতে হয়, কাফন পরাতে হয়, ,ওযু, তায়াম্মুম , ফরজ গোসল কিভাবে করতে হবে, মোটামুটি সব বিষয়ে অনেক তথ্য দেওয়া হয়েছে। “সঠিক ইসলামিক জ্ঞানের বিকাশ” লেখা শুরু করেন ২০১৬ সালের নভেম্বর থেকে। ২০২১ সালে বইটি লেখার সমাপ্তি ঘটে। বইটি ইসলামী ফাউন্ডেশনে লিপিবদ্ধ করা হয়েছে। এই লেখিকার আরো ৩টি বই শীগ্রই প্রকাশিত হবে।

ফারহানা রহমান ইভা বলেন, আমার এই বইটি দেখেছেন ও পড়েছেন ইষ্ট লন্ডন মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম,  ইষ্ট লন্ডন মসজিদের ইমাম আব্দুল মোমেন, বাংলাদেশ প্রেসিডেন্সি মসজিদ ঢাকার ইমাম।বই বাংলাদেশের প্রায় সব জেলায় সদকায় জারিয়া হিসাবে বিতরন করা হয়েছে এবং এখনো আমার মামা মিজানুর রহমান, বিভিন্ন ইমামদের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকায় বই বিতরন করে যাচ্ছেন।  ফারহানা রহমান ইভা বাগেরহাট জেলার মরহুম হাবিবুর রহমানের কন্যা। তিনি স্বামী মোঃ আব্দুল আউয়্যাল তালুকদারকে নিয়ে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি অনার্স ও এম. এস. সি (ভূগোল) অনার্স(ভূগোল) রাজশাহী ভার্সিটি,এম.এস.সি(ভূগোল) এবং বি.এড
১ম শ্রেনীতে ৪র্থ স্থান(ন্যাশনাল ভার্সিটি) থেকে সম্পন্ন করেন।

এছাড়া চাকুরী করেন, বি.সি.এম.সি কলেজ (লেকচারার ) যশোর, বাংলাদেশ। মুন্সিমেহের উল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ  লেকচারার)যশোর, বাংলাদেশ। যশোর গার্হস্থ্য অর্থনীতি কলেজ (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ)।

২০০৮ সালের ২৯শে আগষ্ঠ বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
২০০৯ সালের ডিসেম্বর লন্ডনে আসেন। ছোটবেলা থেকেই কোরআন-হাদিসের প্রতি অকৃষ্ট ইভা ইসলামী শিক্ষা দেওয়ার পাশাপাশি ইসলামী বই লিখে যাচ্ছেন। এবারের বই মেলায়  আল-কোরআন একাডেমি ফারহানা রহমান ইভাসহ ৩৪ জন লেখককে সম্মাননা প্রদান করে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments