Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাফ্রান্সের ১৪ গোলের রেকর্ড, প্রতিপক্ষ জিব্রাল্টার

ফ্রান্সের ১৪ গোলের রেকর্ড, প্রতিপক্ষ জিব্রাল্টার

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে গোলের রেকর্ড গড়েছে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স।

শনিবার রাতে জিব্রাল্টারের বিপক্ষে গোল উৎসব করেছে সাবেক চ্যাম্পিয়ন দলটি। ১৪-০ গোলে জয় পেয়েছে ফ্রান্স।

এই উৎসবে স্বাভাবিকভাবেই নেতৃত্ব দিয়েছেন কিলিয়ান এমবাপে। হ্যাটট্রিক করেছেন তিনি।

ম্যাচে ফ্রান্সের ৯ খেলোয়াড় গোল করেছেন। এমবাপে করেছেন হ্যাটট্রিক। জোড়া গোল করেছেন অলিভার জিরুদ ও কিংসলে কোমান। এছাড়া মার্কাস থুরাম, ওয়ারেন জাইরে ইমেরি, জোনাথন ক্লাউস, ইউসুফ ফোপানা, অড্রিয়েন র্যাবিয়ট ও ওসমানে দেম্বেলে।

এ জয়ে ৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২১। নেদারল্যান্ডস রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট ১৫। আর তৃতীয় স্থানে থাকা গ্রিসের পয়েন্ট ১২।

ইউরোপিয়ান বাছাই পর্বে যে কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি। এর আগে এ রেকর্ড ছিল জার্মানির। ২০০৬ সালে সান মারিনোর বিপক্ষে ১৩-০ গোলে জয় পেয়েছিল। ফ্রান্সের ফুটবল ইতিহাসেও এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments