এম এম এ রেজা পহেল, ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধ প্রচার অভিযান উপলক্ষে বুধবার সকাল ১০ টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। এর আয়োজন করেন ধর্মপাশা এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে আয়োজনটি বাস্তবায়ন করেন পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধর্মপাশা এপি’র প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তার সভাপতিত্বে ও পারি’র সিডিও অফিসার বিদ্যুৎ মাংসাং এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দিন। এতে বক্তব্য রাখেন,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম, পারি’র প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ধর্মপাশা থানার উপপরিদর্শক মো.আব্দুস সবুর মিয়া, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম, এ.রেজা পহেল , সমকাল প্রতিনিধি এনামুল হক এ্যানি প্রমুখ।
বাংলাপেইজ/ এএসএম