ওয়াসীম আকরাম, লেবানন থেকেঃ বিএমআইসিএইচে কেমব্রিজ লার্নার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। Yoshida Shokanji International school হতে কেমব্রিজ জি.সি.ই. ‘ও’লেভেল পরীক্ষায় (জুন ২০২৩ইং) কম্পিউটার সায়েন্সে বিশ্বে ৬ষ্ঠ স্থান এবং ফ্রান্সে শ্রীলঙ্কায় শীর্ষস্থান অধিকার করেছে রিয়াদুল ইসলাম ভূইয়া (রবিন)। ম ঙ্গলবার এ উপলক্ষে সনদ প্রদানসহ এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
এছাড়াও ছয় বিষয়ে “এ স্টার”এবং এক বিষয় “এ” নিয়ে স্কুলের প্রথম স্থান অধিকার করে রিয়াদুল ইসলাম।
বাবা এম.এম.এইচ.বি (ওয়াসীম)বাংলাদেশি ও মা সুদারমা লতা নিলমিনি শ্রীলঙ্কান তাদের দাম্পত্য জীবনে ২০০৮ ইংরেজি ১৩ ফেব্রুয়ারি লেবানন জন্মগ্রহণ করে রবিন।পিতার পরিবারে দেখবাল করার তেমন কেহ না থাকায় ২০১৪ সালে মায়ের দেশ শ্রীলঙ্কা বসবাসে যেতে হয় তার। শ্রীলঙ্কাতে যাওয়ার পর রাজধানী কলম্বোতে ‘Yoshida shokanji International school’ এ ক্যামব্রিজ সিস্টেমে পড়াশুনা শুরু করে রবিন।পড়াশুনার প্রথম থেকে ক্লাসের প্রথম স্থান অর্জন ধরে এসেছিল রবিন।
রবিনের মা-বাবা তার এমন সাফল্যে গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।এছাড়া স্কুল শিক্ষক, স্কুল কতৃপক্ষ এবং পরিবারের সকলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।
রবিন এই সাফল্যের জন্য মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে মা-বাবাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এবং তার স্কুল, শিক্ষকসমূহ সহ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। রবিন কম্পিউটার সাইন্সে বিশ্বে সেরাদের মাঝে স্থান এবং ফ্রান্সে শ্রীলঙ্কায় শীর্ষস্থান অধিকার করলেও এর আগে সে Biology তে কখনো শতভাগ আবার কখনো ৯৯% নিয়ে মানব সেবায় ডাক্তার হওয়ার আশার সাথে ভবিষ্যতে বাংলাদেশের সুনামে দেশবাসীসহ সকলের দোয়া কামনা করেন।
বাংলাপেইজ/এএসএম