Sunday, December 1, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedইউডায় গল্প বলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ওয়ার্কশপ অনুষ্ঠিত

ইউডায় গল্প বলায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে ওয়ার্কশপ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে বিশ্বের অন্যতম আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স (এআই) । পড়াশোনা থেকে শুরু করে পেশাগত ক্ষেত্রেও এর ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। উন্নত বিশ্বের অনেক জায়গায় এখন শ্রমিকের পরিবর্তে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। বাংলাদেশের চাকরির ক্ষেত্রেও এর চাহিদা বাড়ছে।

এই বিষয়গুলো সামনে রেখে গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক ওয়ার্কশপ আয়োজন করেছে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) যোগাযোগ ও গণমাধ্যম শিক্ষা বিভাগ (সিএমএস)।

মঙ্গলবার ধানমন্ডির শংকর প্লাজায় বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ওয়ার্কশপটি। ওয়ার্কশপটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মাহাদী হাসান। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়।

বিভাগের শিক্ষার্থী উ মিমি মারমা বলেন, গল্পবলা বা স্টোরিটেলিং বিষয়টি গণমাধ্যম শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কনটেন্ট তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার করা যায়, আমরা আজ সেই বিষয়টি শিখেছি। আশা করছি আমরা পড়াশোনা ও পেশাগত ক্ষেত্রে এই জ্ঞান কাজে লাগাতে পারবো।

মাহাদী হাসান বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই আলোচিত বিষয়। বিশেষ করে চ্যাটজিপিটি, মিডজার্নি এআই এর মতো টুলসগুলো এখন বিশ্বব্যাপী নানাকাজে ব্যবহার হচ্ছে। বাংলাদেশের চাকরির বাজারেও এই প্রযুক্তিতে পারদর্শিতার চাহিদা রয়েছে। গণমাধ্যমের শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে সেজন্যই এই ওয়ার্কশপের আয়োজন করা। ভবিষ্যতে এমন আরও ওয়ার্কশপ আয়োজন করা হবে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments