মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি : ইতালিতে প্রতিনিয়ত বাড়ছে প্রবাসী বাংলাদেশীদের ব্যবসায়ী প্রতিষ্ঠান। ক্রমশ বাড়ছে বাংলাদেশীদের সংখ্যা, সেই সাথে বাড়ছে নতুন নতুন ব্যাবসা প্রতিষ্ঠান ও কর্মস্থানের সুযোগ।
সেই ধারাবাহিকতায় ভেনিসের মেস্রের ভিয়াল্লে সান মার্কো এন ১৯ এ তে বাংলাদেশী মালিকানাধীন এম এম শপিং সেন্টার মিনি মার্কেট এর উদ্ভোধন হয়ে গেলো।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী, মানবতার ফেরিওয়ালা মোবারক হোসাইন জানান, দেশীয় মাছ , টাটকা শাক সবজি, হালাল মাংস, চাউল, ডাউল, তেল, মসলাসহ সংসারের নিত্য প্রয়োজনীয় টাটকা ব্যান্ড এর পন্য সামগ্রী সুলভ মূল্যে বিক্রয় করা হবে।
তিনি আরো জানান, এখন থেকে ভেনিসে কোন বাংলাদেশীর মৃত্যু হলে, দাফলের কাপড় ও গোসলের সমস্ত খরচ তার এই ব্যাবসা প্রতিষ্ঠানের আয়ের অর্থ থেকে বহন করা হবে। মানবতার ফেরিওয়ালা খ্যাত মোবারক হোসাইন এর এই ব্যাবসা প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে স্হানীয় কমিউনিটি নেতৃবৃন্দসহ সকল শুভাকাঙ্ক্ষীরা ভেনিসে বসবাসরত সকল বাংলাদেশীদের আহবান জানিয়ে সফলতা কামনা করেন। এবং মানবতার কাজ যেন আরো ব্যাপকভাবে করা যায় সেই দোয়াই কামনা করছেন সকলের কাছে।