এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় পাউবোর অধীনে ২০২৩-২৪ অর্থ বছরে ফসলরক্ষা বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল হাওরে এর শুভ উদ্ভোধন করেন পাউবোর মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম।
ওইদিন উপজেলার সোনামড়ল হাওরে আরও দুটি প্রকল্পের কাজ শুরু করা হয়।
উপজেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) আমিরুল হক ভূঁইয়া, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. মনিরুজ্জামান, উত্তর-পূর্বাঞ্চল সিলেটের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার, সুনামগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেন, সাংবাদিক এনামুল হক প্রমুখ।