মোহাম্মদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি: প্রবাসী বাবা এম,ডি আকতার উদ্দিন এবং মা জেসমিন আকতারের সাথে জুয়াইরিয়া উদ্দিন দেখা ইতালি( ভেনিস) আসেন মাত্র পাঁচ বছর বয়সে! প্রাইমারি স্কুল চেজারে বাতিস্তিতে শিক্ষাকালীন বাংলা ভাষাকে লালন করার লক্ষ্যে ভেনিস বাংলা স্কুলে অধ্যয়ন করেন। মাধ্যমিক স্কুল জুলিও চেজারে পড়াকালীন সময়ে শিক্ষকদের নজর কাড়েন। ইন্টারমিডিয়েট শেষ করেন এপলাইড সায়েন্স এর উপর লুইজি স্তেফানিনি কলেজ থেকে। পরবর্তীতে বিখ্যাত ফেররারা ইউনিভার্সিটি ( উনিভেরছিতা দেইলি ইসতুদি দি ফেররারা) থেকে বায়োটেকনোলজি ফর হেলথ বিষয়ে তিন বছরের অনার্স শেষ করেন। এবং একই ইউনিভার্সিটি থেকে দুই বছরের মাস্টার্স করেন মেডিকেল বায়োটেকনোলজি এর উপর এতে সর্বোচ্চ নম্বর 110 এর মধ্যে 110, (110 su 110 e Lode) এর সাথে সম্মাননা পান। সমাপনী পরীক্ষায় তার 78 পৃষ্ঠার থিসিস (তেজি) ছিল।
Mantle Cell Lymphoma , এর উপর, এটি একটি অত্যন্ত ভয়নক ব্লাড ক্যান্সার, এর সফল প্রতিষেধক এখন পর্যন্ত বিশ্বের কোথায় ও বের হয়নি, এটির সফলতা নিয়েই চলছে বিশ্বে গবেষণা! Silmitasertib একটা ঔষধ যা বিভিন্ন ধরনের cancer এ প্রয়োগ করা হয়েছে, এবং তাতে মোটামুটি ভাল ফল পাওয়াতে Mantle Cell Lymphoma তে কাজ করবে কিনা এ লক্ষ্যে তার গবেষণা। এবং এতে ও দেখা যাচ্ছে এখানে ও এটি কার্যকর। অতএব ভবিষ্যতে এটির সফল কার্যকারিতা নিয়ে আশাবাদি ,যা মানব জাতির জন্য একটা সুফল বয়ে আনবে।
তার দেখার এ সাফল্যে পরিবারের পক্ষ থেকে ভেনিস বাংলা স্কুল কক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করেন।
সে সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের প্রধান বিল্লাল হোসেন ঢালী সহ উপদেষ্টা মন্ডলী সদস্য বৃন্দ, ও ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, সাধারণ সম্পাদক সোহেলা আক্তার বিপ্লবী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদউল্লাহ সোহেল সহ কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
সে সময় উপস্থিত সকলে দেখার সাফল্যের প্রশংসা করেন এবং সকলে আশা করেন দেখা ভেনিসে বাংলা কমিউনিটির পাশে থাকবেন কমিউনিটিকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবেন।