Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে গণভবনে এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নিজ নিজ দেশের পক্ষে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তারা।

এদের মধ্যে ছিলেন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, রিপাবলিক অব কোরিয়া, ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া, কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

এ সময় রাষ্ট্রদূতগণ তাদের দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের অভিনন্দন বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেন। পারস্পরিক স্বার্থ ও উন্নয়ন সংক্রান্ত দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশের সাথে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী গণভবনে আসা রাষ্ট্রদূতদের ধন্যবাদ জানান। বাংলাদেশের জনগণ ও সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা প্রদানের জন্য এ সকল বন্ধু দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকেও ধন্যবাদ জানান শেখ হাসিনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments