দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট (প্রজ্ঞাপন) প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সংবাদিকদের এ তথ্য জানান ইসির জনসংযোগ পরিচালক মো. শরীফুল আলম।
এর আগে, দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, ২৯৮টি আসনের ভোটরে ফলাফল মিলিয়ে দেখা হয়েছে, যাচাইবাছাই করা হয়েছে। সব ঠিক আছে। আজ গেজেট প্রকাশের অনুমোদন দিয়ে তা বিজি প্রেসে পাঠানো হয়েছে।
এই ২৯৮টি আসনে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে গেজেটে।
এরমধ্যে মঙ্গলবার দুপুরের শেষ দিকে হাইকোর্ট আদেশ দেন, ঢাকা-৪ আসনের ফল স্থগিত করতে। একইসঙ্গে এ আসনের ১৮টি কেন্দ্রে ভোটে অনিয়মের অভিযোগ ১০ দিনের মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।