আজ শুরু হতে চলেছে বিপিএলের ১০ম আসর। দিনের প্রথম ম্যাচে মিরপুরে মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটায় দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে লিটন দাসের দল। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে গেল আসরের রানারআপ সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
কুমিল্লার দল বরাবরের মতোই এবারও শক্তিশালী। লিটন, ইমরুল, তাওহীদ হৃদয়, জাকের আলী, মোস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয়, রিশাদ হাসানের মতো তারকারা আছে দলে। সেই সাথে প্রথম ম্যাচেই মাঠে নামবে খুশদিল শাহ, রোস্টন চেজ, ম্যাথিউ ওয়ালটার ফোর্ডের মতো বিদেশিরা। তাইতো জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন। তবে প্রতিপক্ষ ঢাকাকে যথেষ্ঠ সমীহ করছে চ্যাম্পিয়নরা।
অন্যদিকে ঢাকার মূল শক্তি জাতীয় দলের পেস বোলিং জুটি তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। সেইসাথে অভিজ্ঞ স্পিনার আরাফাত সানি আর পাকিস্তানি লেগ স্পিনার ওসমান কাদির বাড়াবে বোলিং বৈচিত্র। ব্যাটিং ডিপার্টমেন্টে দলের অনিশ্চয়তার জায়গা। নাইম শেখ, সাইফ হাসান, মোসাদ্দেক সৈকত, ইরফান শুক্কুররা ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ হলেও ধারাবাহিক নন।
দিনের দ্বিতীয় ম্যাচে নিশ্চিতভাবে চট্টগ্রামের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচ থেকেই অধিনায়ক মাশরাফীকে পাচ্ছে দল। যেটি নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।
আইকে/ বাংলাপেইজ