ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব পথ যেন এসে ঠেকেছে শহীদ মিনারে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকে কাতারে কাতারে মানুষ। জনসমুদ্রের মতো শহীদ মিনারের দিকে ছুটছেন তারা। তাদের কণ্ঠে ভাইহারা গান। আর হাতে ভালোবাসার ফুল।
প্রভাত ফেরিতে শামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের লোকজন। প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার।
ছোট ছোট শিশুরাও আসে বাবা-মায়ের হাত ধরে। তারাও ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিনম্র চিত্তে। ভাষা নিয়ে শ্রদ্ধা জানাতে আসা মানুষের কণ্ঠে ছিল নানা আবেগ। তাদের প্রত্যাশা বাংলা-বাঙালির বীরত্ব ছড়িয়ে যাবে বিশ্বেজুড়ে।
এসময় শুদ্ধ বাংলা ভাষা প্রচলনের তাগিদ দেন তারা।
আইকে/বাংলাপেইজ