Tuesday, November 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়ইবাদত-বন্দেগিতে পালিত হলো পবিত্র শবে বরাত

ইবাদত-বন্দেগিতে পালিত হলো পবিত্র শবে বরাত

মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত। রাতভর নফল নামাজ, জিকির আসগার, দোয়া ও মোনাজাত করে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ পাড়া-মহল্লার বিভিন্ন মসজিদে দেখা গেছে মুসল্লিদের উপস্থিতি। প্রিয়জনের জন্য দোয়া করতেও গোরস্তানে যান কেউ কেউ।

লাইলাতুল বরাত বা পবিত্র রজনীতে মসজিদে মসজিদে ছিল মুসল্লিদের ব্যাপক উপস্থিতি। জামাতের সাথে এশার নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপর, সাধ্যমতো আল্লাহর নৈকট্য লাভের আশায় করেন নফল ইবাদত। জিকির আসগার, নফল নামাজ, দোয়া মোনাজাতে নিজের, দেশ ও জাতির এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। আর দিন ১৪ পর, শুরু হবে পবিত্র রমজান মাস। সেই প্রস্তুতিও নেন মুসলমানরা।

বাসাবাড়ি এবং মসজিদগুলোয় ইবাদতের পাশাপাশি ধর্মপ্রাণ মানুষ ছোটেন কবরস্থানেও। সেখানে মৃত প্রিয়জনদের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করেন। পবিত্র কোরআন ও দরুদ পাঠ করেন। হাদিসের তাগিদ অনুযায়ী, এ রাতে দোয়া কবুলের আশা আছে।

এছাড়া, দুঃস্থ ও এতিমদের মাঝে দান-খয়রাতও করেছেন সামর্থ্যবানরা। এছাড়া, মসজিদ ও মাদরাসায় দান করেন কেউ কেউ। শবে বরাতে নগরে আতশবাজি চোখে পড়েনি। তবে, ছিল নজরকাড়া আলোকসজ্জা।


আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments