লা লিগায় ২৬তম রাউন্ডের ম্যাচে সেভিয়ার বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
সান্তিয়াগো বার্নাব্যু’তে টেবিলের ১৫ নম্বরে থাকা সেভিয়ার বিপক্ষে একচেটিয়া আক্রমণে এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ।
তবে আক্রমণে এগিয়ে থেকেও প্রথমার্ধ গোলশূন্য রেখে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে খেলার ধাঁচে কিছুটা পরিবর্তন আনে দুদলই। সমান তালে চালায় আক্রমণ। তবে গোলের দেখা পাচ্ছিল না কেউই। ম্যাচের ৮১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে লুকা মডরিচের নেয়া জোরালো শট গড়ে দেয় ম্যাচের ভাগ্য। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।
এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত হলো রিয়াল মাদ্রিদের। ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৫৭ ও ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বার্সেলোনা ও জিরোনা।
আইকে/বাংলাপেইজ