আঙুর, আপেলের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বলেন, বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর-আপেল লাগবে কেন? আমাদের দেশে কিছু নেই? পেয়ারা দেন না… সবকিছু দেন, প্লেটটা ওইভাবে সাজান।
রাজধানীর ওসমানী মিলনায়তনে আজ সোমবার (৪ মার্চ) জেলা প্রশাসক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী বলেন, আমরা সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ না, বাইর থেকে আমদানি করতে হয়। তা আপনাদেরকে বুঝতে হবে। এটা তো আপনারা করতে পারবেন না, খালি জানাবেন। ইতিবাচক দিকগুলো আপনারা দেইখেন।
রমজানে ইফতার মাহফিলের প্রসঙ্গে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, প্রধানমন্ত্রী তো বলেই দিছে, ইফতার পার্টির দরকার নেই। কাজেই অবস্থা বুঝে ব্যবস্থা। আপনার সংসারের বিষয়টা যেমন আপনি দেখেন, তেমনি দেশটাকেও দেখেন। আকাশ থেকে খালি দেইখেন না। নিচের থেকে আসছেন আপনারাও। সেগুলো দেখেন, আশপাশেও দেখেন।
এ সময় তিনি আরও বলেন, আজকে কোনো সমস্যা নেই। সমস্যা হলো স্বাধীনতাটা কীভাবে এসেছে সেটা আমরা ভুলে গেছি। এখন যারা জেলা প্রশাসক তারা কিন্তু এ প্রজন্মের সন্তান। কাজেই তারা সমস্যার বিষয়ে জানে, তারা গ্রাম-উপজেলা থেকে এসেছে। আর বৈশ্বিক যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোর বিষয়ে তো এখন নতুন করে উত্তর দেয়ার নেই।
আইকে/বাংলাপেইজ