গুলশান থানার মামলায় দণ্ডিত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন চাইলে নামঞ্জুর করেন আদালত।
তবে কারাগারে হাফিজ উদ্দিনন ডিভিশন ও চিকিৎসার নির্দেশ দেন আদালত। চিকিৎসার জন্য ভারতে থাকাবস্থায় ২৮ ডিসেম্বর আদালত হাফিজ উদ্দিনকে ২১ মাসের কারাদণ্ড দেন। রোববার চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।
২০১১ সালের ৪ জুন মহাখালী ওয়্যারলেস গেটে গাড়ি ভাঙচুর, আগুন ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গুলশান থানায় মামলা হয়। এই মামলায় আসামী করা হয় হাফিজ উদ্দিনকে। তিন বছর পর মামলাটির চার্জশিট দেয় পুলিশ।
আইকে/বাংলাপেইজ