Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়লোভী-অসাধু ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

লোভী-অসাধু ব্যবসায়ীদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা সংযমের পরিবর্তে লোভী হয়ে পড়ে। তারা পণ্য মজুদের পাশাপাশি দামও বাড়িয়ে দেয়। এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বুধবার (৬ মার্চ) র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি একথা বলেন।

এসময় কিশোর গ্যাং ও মাদক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার পর থেকে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। এটি নিয়ে অভিযান চলছে। তবে এ বিষয়ে আরও কঠোর হতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদক সেবনকারীকেই শুধু আইনের আওতায় আনলে চলবে না, কারবারীদেরও ধরতে হবে। দেশের যেসব এলাকা দিয়ে মাদক প্রবেশ করে, সেসব এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

র‍্যাবের প্রশংসা করে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র‍্যাব। বনদস্যু, চরমপন্থীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনে র‍্যাবের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। সন্ত্রাস দমনে সরকারের সবধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা মানুষের অধিকার সংরক্ষণে কাজ করে, তাদের ওপর কেন নিষেধাজ্ঞা আসবে। নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করলে অন্য দেশ এসে নিষেধাজ্ঞা দেবে, সেটি গ্রহণযোগ্য হতে পারে না। আমরাও নিষেধাজ্ঞা দিতে পারি। এসময় আইনশৃঙ্খলা বাহিনীকে আত্মবিশ্বাস নিয়ে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments