মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি প্রতিনিধি: ইতালিতে ভেনিস বাংলা স্কুল এর আয়োজনে ভেনিসে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাস করা, অধ্যায়নরত, এবং স্কুলে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলকারীদের ক্রেস্ট প্রদান করা হয়।
ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে এবং উপদেষ্টা পলাশ রহমান, শিক্ষিকা কাজল ও জিয়া এর প্রানবন্ত উপস্থাপনায়টি ভেনিসে একটি অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অ
নুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আরাফ বিন নাসির। পরে বাংলাদেশের জাতীয় সংগীত এবং ইতালিয়ান জাতীয় সংগীত পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষিকাবৃন্দ।
পরবর্তীতে স্কুল পরীক্ষায় মেধা তালিকা বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান করা হয়।
তারা হলেন: তাসনিয়া খান, নুহান শাহনেওয়াজ, আফিয়া আনজুম, আরাফ কামাল, মুহাম্মদ রিদফান সরদার, ঈশান কাঞ্চন, ফারহান গোলাম, তানহা মৃধা, আরাব বিন নাসির, ইয়ামিম মোহাম্মদ, মাহাদী খাইরুল, সাকিবা লিটন, তানহা সালাম, মুশফিক হোসেন সিয়াম, বায়েজিদ হোসেন সায়মন, সাদিক মিয়া।
এদের হাতে ক্রেস্ট তুলে দেন বাংলা স্কুল পরিবার, ইতালিয়ান কমিউনিটি ব্যক্তিবর্গ, এবং বাংলা কমিউনিটির রাজনৈতিক সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ – বেলাতো গিয়াকোমো, আন্দ্রেয়া ওনোরি, ভ্যালেরিয়া টনিওলি, পালমা গ্যাসপাররিনি, ফিরপো সার্জিও, রাফায়েল পাসকুয়ালেটো, মার্টা আর্টিকো, মারিয়া লরা ফ্যাচিন, মেডিকো সেলিম আজহার শরীফ, রফিক সৈয়াল, শাহাদাৎ হোসেন, সোলেমান হোসেন, আমিনুল হাজারী, জাকির হোসেন সুমন, শান্ত ব্যাপারী, আল-আমিন, তোসন খান, ওমর ফারুক নিনি, এমডি আখতার উদ্দিন, নাসির উদ্দিন পান্না, রুনু আক্তার, মোহাম্মাদউল্লাহ্ সোহেল, শহিদুল ইসলাম সুজন, সুরাইয়া আক্তার, আব্দুর রহমান, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, জান্নাত গাজী, সিয়াম হোসেন, সারা সরদার। পরিশেষে সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার আগত অতিথিদের কে ধন্যবাদ জ্ঞাপন করেন।