এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৪ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস ২০২৪’, ‘২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস – ২০২৪ ’ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এর আয়োজন করে ধর্মপাশা উপজেলা প্রশাসন। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন এর সভাপতিত্ব করেন।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শামসুদ্দোহা, উপজেলা প্রকৌশলী শাহাবুদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, সমবায় অফিসার শরিফ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুল কবির, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সাংবাদিক তরিকুল ইসলাম পলাশ,চয়ন কান্তি দাস, এনামুল হক এনি, এনজিও প্রতিনিধি মনিরুজ্জামান মজুমদার প্রমুখ।