Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকতুরস্কে উপকূলে শরণার্থী নৌকা ডুবে নিহত ২২

তুরস্কে উপকূলে শরণার্থী নৌকা ডুবে নিহত ২২

তুরস্কের কানাক্কেলের উপকূলে একটি শরণার্থী নৌকা ডুবে সাত শিশুসহ ২২ অভিবাসী নিহত হয়েছেন। নিহতদের জাতীয়তা এখনো জানা যায়নি।

শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

নৌকা ডুবির ঘটনায় দুই জনকে তুর্কি উপকূলরক্ষীরা উদ্ধার করেছে এবং অন্য দুইজন নিজেরাই সাঁতরে নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। নৌকাটি তুরস্কের বৃহত্তম দ্বীপ গোকসেদার উপকূলে ডুবে গেছে। দ্বীপটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানাক্কাল প্রদেশের উপকূলে এজিয়ান সাগরে অবস্থিত।
বিবৃতিতে কানাক্কেলের গভর্নরের কার্যালয় বলেছে, নৌকা উল্টে যাওয়ার পর উপকূল-রক্ষীরা দুইজনকে উদ্ধার করেছে। আর দুইজন নিজে কোনো ভাবে উদ্ধার পেয়েছে।

কোস্ট গার্ড ও অন্যান্য উদ্ধার কর্তৃপক্ষের একটি বিমান, দু’টি হেলিকপ্টার এবং মোট ১৮টি জাহাজ অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত হয়েছে।

তুরস্ক প্রায় ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। এদের বেশিরভাগই সিরিয়ান নাগরিক। আর্থিক সহায়তা এবং অন্যান্য প্রণোদনার বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পৌঁছানোর চেষ্টাকারী শরণার্থীদের আগমন ঠেকাতে ২০১৬ সালে ইইউর সঙ্গে চুক্তি করে আঙ্কারা।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments