Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিবর্জনের কথা বলে তারা অর্জন নষ্ট করতে চায়: কাদের

বর্জনের কথা বলে তারা অর্জন নষ্ট করতে চায়: কাদের

বিএনপি নেতারা ব্যর্থতার জন্য নিজেরা ক্লান্ত। কর্মীরা হতাশ। তাদের নেতাদের মধ্যে কথার মিল নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বর্জনের কথা বলে তারা অর্জন নষ্ট করতে চায়।

রোববার (২৪ মার্চ) সচিবালয়ে ঢাকা ও গাজীপুরে সাতটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন। তিনি বলেন, মঈন খান বলছেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা আর রিজভী বলছেন বর্জনের কথা। ভারতের পণ্য বর্জন করা কি বাস্তব সম্মত?

বিএনপি নেতারা প্রতারণামূলক কথা বলছে অভিযোগ করে কাদের বলেন, সংবিধানে মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ নেই। সরকার কেন আবার নির্বাচন দিবে? এর কোনো কারণ তো নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৭টি ফ্লাইওভার উন্মুকরণ করা হচ্ছে। এগুলো চালু হলে এবার ঈদের সময় ভোগান্তি কমবে।

চলতি বছরেই বিআরটিএ’র পুরো প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলেও এ সময় আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। বলেন, এতে বৃহত্তর ময়মনসিংহের সাথে যোগাযোগ আরও সহজ হবে।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments