Sunday, November 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতি৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ব্যয় পৌনে ৩ কোটি টাকা

৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ব্যয় পৌনে ৩ কোটি টাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ব্যয় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার ১২০ টাকা, এ তথ্য জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ।

সোমবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল করার সময় এ কথা জানান তিনি।

কাজী জাফরুল্লাহ বলেন, জাতীয় দ্বাদশ নির্বাচনে সাড়ে ৪ কোটি টাকা ব্যয় করার অনুমতি থাকলেও এরচেয়ে কম ব্যয় হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ব্যয় হয়েছিল ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৬৩৮ টাকা।

এ সময় দলটির উপস্থিত নেতারা বলেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনের বিধি ও দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, ভোট সম্পন্ন হওয়ার নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল করতে হয়। সে অনুযায়ী আওয়ামী লীগের নির্বাচনী ব্যয় বিবরণী দাখিল করা। ২শ’ এর বেশি আসনে প্রার্থী দেয়ার কারণে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিধি অনুযায়ী এবার আওয়ামী লীগের দলীয়ভাবে নির্বাচনী ব্যয়ের সীমা ছিল সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা। তবে খরচ হয়েছে আরও কম।

এই নির্বাচনী ব্যয়ের পুরোটা আওয়ামী লীগের দলীয় তহবিল থেকে খরচ করা হয়েছে বলেও জানানো হয়।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments