ফেনীর মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিংয়ে চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বালুবাহী ট্রাকের চালকসহ দু’জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর জেলা ও রেলওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার জাকির হাসান জানান, শুক্রবার সকালে চট্টগ্রামগামী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। ট্রেনটি মুহুরীগঞ্জ রেলওয়ে ক্রসিং পার হওয়ার সময় অসাবধানতায় একটি বালুবাহী ট্রাক লাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ট্রাকের চালক ও ট্রেনের এক যাত্রী নিহত হন।
ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন জানান, দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এ ঘটনায় তদন্ত কমিটি করা হবে বলেও জানান স্টেশন মাস্টার।
আইকে/বাংলাপেইজ