বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে দেখে সন্ত্রাসীদের শনাক্ত করা হচ্ছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের ঘটনায় শুক্রবার (৫ এপ্রিল) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের নির্মূলে র্যাব সাঁড়াশি অভিযান চালাবে বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, আমরা কেএনএফের সঙ্গে জঙ্গি কানেকশন নির্মূল করতে পেরেছি। এবারও আমরা সফল হবো।
আইকে/বাংলাপেইজ