Monday, October 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকমোজাম্বিকে ফেরি ডুবে কমপক্ষে ৯০ জনের মৃত্যু

মোজাম্বিকে ফেরি ডুবে কমপক্ষে ৯০ জনের মৃত্যু

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবে ৯০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ফেরিতে ১৩০ জনের মত যাত্রী ছিল। ফেরিটি নামপুলা উপকূলের লুঙ্গা থেকে ‘মোজাম্বিক দ্বীপের’ দিকে যাচ্ছিল। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ফেরিটিতে ১৩০ জনের মতো যাত্রী ছিল। তবে এখন পর্যন্ত মাত্র পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফেরিটিতে অনেক শিশু ছিল। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত মানুষের ভার নিতে না পেরে ফেরিটি ডুবে যায়।

নাম্পুলার সেক্রেটারি অব স্টেট জেইম নেটো বলেছেন, নৌকাটিতে অতিরিক্ত মানুষ ছিল। তবে এটি যাত্রী বহন করার জন্য উপযুক্ত ছিল না, তাই ডুবে গেছে। তিনি জানান, এখন পর্যন্ত তারা ৯১ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে পেরেছেন।

গত বছরের জানুয়ারি থেকে আফ্রিকার বিভিন্ন দেশে কলেরা ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়েছে। মোজাম্বিকের নামপুলা এলাকাতেও তা ছড়িয়ে পড়ে। মূলত, ওই এলাকার কলেরা সংক্রমণ থেকে বাঁচতেই ফেরির যাত্রীরা তাদের ভূখণ্ড ছেড়ে অন্যত্র চলে যাচ্ছিলো বলেও জানান নামপুলার সেক্রেটারি অব স্টেট জেইম নেটো।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments