জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাকুরা পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বরিশাল- বানারীপাড়া- স্বরূপকাঠি সড়কের মাছরং নামক স্থানে সাকুরা পরিবহনের চাপায় নাসির উদ্দিন নামের (৪৮) ঐ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বানারীপাড়ার উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মলঙ্গাব্রীজ এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের বইছে শোকের মাতম।
জানা গেছে, ১২ এপ্রিল শুক্রবার বিকাল ৩টার দিকে ঢাকা থেকে স্বরূপকাঠিতে আসা সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১১- ৮৫৬৫) একটা গাড়ি বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী নাসির উদ্দিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নাসির উদ্দিন স্বরূপকাঠির কুনিহারী এলাক থেকে মোটরসাইকেল যোগে বানারীপাড়ার মলঙ্গা গ্রামের বাড়ি ফিরছিলেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
সাকুরা পরিবহনের গাড়িটি আটক করা হয়েছে। তবে ঘাতক চালকসহ সুপারভাইজার ও হেলপার পালিয়েছে।
বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান, এ ব্যপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।