বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের মৌলভীগাঁও গ্রামের প্রতিপক্ষের সাথে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে জনবহুল রাস্তা কেটে চলাচলে সমস্যা সৃষ্টি করায় বিপাকে পড়েছেন কৃষকরা।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে গেল রাঁতের আঁধারে উপজেলার মৌলভীগাঁও গ্রামে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী এক প্রতিবাদ সভা করেছে।
সূত্রে জানা গেছে, পূর্ব বিরুদের জের ধরে মৌলভীগাঁও গ্রামের মসজিদের উত্তর পশ্চিমের দক্ষিণমূখী ১০ ফুট প্রস্থ বিশিষ্ট রাস্তা নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রায় ৩৫ বছর পূর্বে উক্ত রাস্তাটি গ্রামের সকলের সুবিধার জন্য সর্ব সম্মতিক্রমে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আ.ন.ম শফিকুল হক এই রাস্তাটি জনস্বার্থে তৈরি করেন। প্রতিপক্ষ হিংসার বশতবর্তী হয়ে ইতিপূর্বে দুইবার উক্ত রাস্তাটি কেটে ফেলে।
পরবর্তীতে এলাকার মুরব্বীয়ানদের চাপে উক্ত রাস্তাটি পূর্ণ নির্মাণ করে দেন প্রতিপক্ষ। গত ১৮ এপ্রিল রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন এই রাস্তাটি পূণরায় কেটে ফেলে। বৈশাখের মাঠে ফলানো পাকা ধান ঘরে তুলতে কৃষকরা এ জনগুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে চলাচল এবং স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ এলাকার লোকজনও যাতায়াত করেন। করুন এ রাস্তায় ধান তুলতে শতাধিক কৃষকরা বিপাকে পড়েছেন। এতে এলাকার লোকজনসহ কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, হাজী আব্দুর রাজ্জাক, আনছার আলী, রাহেদ মিয়া, মাওলানা ছমির আলী, হোসেন আলী প্রমুখ
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাপেইজ/এএসএম