ধর্ম ডেস্ক: এ বছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে ১ লাখ ৪ হাজার ১৭৮ টাকা এবং বেসরকারিভাবে ৮২ হাজার ৮১৮ টাকা কমানো হয়েছে।
শনিবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে হজ যাত্রী প্রশিক্ষণ ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ফরিদুল হক খান বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরেও হজের খরচ কমানো সম্ভব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর ইচ্ছায়। হজ যাত্রীরা যেন একেবারেই যৌক্তিক খরচে হজ্জ পালন করতে পারেন সে বিষয়ে তৎপর রয়েছে সরকার।
যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাফতরিক প্রক্রিয়াগুলো আরো কীভাবে সহজ করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাপেইজ/এএসএম