Friday, October 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিআট দফা কমার পর এবার বাড়লো স্বর্ণের দাম

আট দফা কমার পর এবার বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে টানা ৮ দফায় কমানোর পর ভরিপ্রতি স্বর্ণের দাম ১০৫০ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুণতে হবে এক লাখ ১০ হাজার ২১৩ টাকা। এই মানের স্বর্ণ কিনতে আজ খরচ করতে হয়েছে এক লাখ ৯ হাজার ১৬৩ টাকা।

শনিবার (৪ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়। যা আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।

মূল্য নির্ধারণের বিষয়ে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের ৮৬৩ টাকা বাড়িয়ে ৯০ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭১২ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৯৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে, টানা আট দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১০ হাজার ২২৫ টাকা কমানো হয়। ২৩ এপ্রিল প্রতিভরি স্বর্ণে ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২ হাজার ৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৭ এপ্রিল ৬৩০, ২৮ এপ্রিল ৩১৫ টাকা, ২৯ এপ্রিল ১ হাজার ১১৫, ৩০ এপ্রিল ৪২০ টাকা ও ২ মে ১ হাজার ৮৭৮ টাকা কমানো হয়।

আইকে/বাংলাপেইজ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments