Monday, November 25, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশজামালগঞ্জের খাদ্য গুদামে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন

জামালগঞ্জের খাদ্য গুদামে আভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন

হাবিব রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জামালগঞ্জের গুদামে সরকারি ভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্ভোধন হয়েছে।

মঙ্গলবার জামালগঞ্জ খাদ্য গুদামের প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার মো.আলা উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.এরশাদ হোসেন। এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপক রঞ্জন তালুকদার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য পরিদর্শক চন্দ্র সেন রায়, নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য পরিদর্শক বিউটন চক্রবর্তী,জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহকারী খাদ্য উপ-পরির্শক ইসরাফিল হোসেন, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.দুলাল মিয়া, উপজেলা মৎস্য জীবি লীগের সাবেক সভাপতি জাবেদ জাহাঙ্গীর,সৌমেন্দ্র দাস, সুমন বনিক প্রমূখ।

সরকার চলতি বছরে ২০২৪ এ বোরো মৌসুমে জামালগঞ্জ খাদ্য গুদামে মোট ৩ হাজার ১শত ২৬ মেট্রিক টন। সরকারি নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩২ টাকা হিসেবে প্রতি মণ ধান ১২৮০ টাকায় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানিয়েছেন।

একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে দেওয়ার নির্দেশনা রয়েছে। উদ্বোধনের পর পরই সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের প্রতিজন কৃষক ৩ মেট্রিক টন ধান গুদামে দিয়েছেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments