এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মপাশা ও মধ্যনগর খাদ্য গুদামে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্ভোধন হয়েছে।
মঙ্গলবার ধর্মপাশা খাদ গুদামের প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধান ক্রয় কমিটির সভাপতি ও ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন।
এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. মিজানুর রহমান, সহকারী খাদ্য উপ-পরির্শক মো.কামরুল ইসলাম, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, সাংবাদিক গিয়াসউদ্দিন রানা, এনামুল হক এনাম, এনামুল হক এনি, সেলিম আহমেদ, অফিস সহকারী শামীম আহমেদ প্রমুখ।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ এর আয়োজন করে।
সরকার চলতি বছরে ২০২৪ এ বোরো মৌসুমে ধর্মপাশা খাদ্য গুদামে মোট ১ হাজার ৫০০ মেট্রিক টন ও মধ্যনগরে ২ হাজার ৩৯৫ মেঃ টন ধান সংগ্রহ করবে। দুই উপজেলায় মোট ৩ হাজার ৮৯৫ মেট্রিক টন ধান ক্রয় করবে ধর্মপাশা খাদ্য গুদাম ও মধ্যনগর খাদ্য গুদাম। সরকারি নির্ধারিত মূল্যে প্রতিকেজি ধান ৩২ টাকা হিসেবে প্রতি মণ ধান ১২৮০ টাকায় কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে খাদ্য গুদাম কর্তৃপক্ষ জানিয়েছেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান গুদামে দেওয়ার নির্দেশনা রয়েছে। উদ্বোধনের পর পরই সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের ১ জন কৃষক ৩ মেট্রিক টন ধান গুদামে দিয়েছেন।