Wednesday, October 30, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতে লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন...

বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতে লন্ডনে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন সম্পন্ন

লন্ডন অফিস: উৎসাহ ঊদ্দিপনা আর বিভিন্ন শ্রেনীপেশার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতে বৃটেনে বিশ্বনাথীদের সর্ব বৃহৎ সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সভা এবং নির্বাচন সম্পন্ন হয়েছে।

রোববার নির্বাচনের দিন সকাল থেকে দেশটির বিভিন্ন শহর থেকে ট্রাষ্টিরা লন্ডনে এসে জড়ো হন। বেলা বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে পড়ে লন্ডন ওয়েস্টামের ইম্প্রেশন হল। বিশ্বনাথীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয়, একে অন্যের সাথে খোশ গল্পে মেতে উঠেন। ট্রাষ্ট্রীদের প্রত্যাশা নির্বাচিতরা আগামী দিনে  এরকম আয়োজন করে একে অন্যের সাথে মিলিত হওয়ার সুজোগ করে দিবেন। দীর্ঘ ৭ বছর পর নির্বাচন অনুষ্টিত হওয়ায় ট্রাষ্ট্রিরা স্বস্তি প্রকাশ করেছেন।

এদিকে, দুপুর ১২ টা থেকে একটানা বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। রাত ১১ টার পরে প্রধান নির্বাচন কমিশনার  আলহাজ্ব মানিক মিয়া, কমিশনার জাজ বেলায়েত হোসেন এবং এ কে এম ইয়াহইয়া ফলাফল ঘোষনা করেন।এবারের নির্বাচনে মাফিজ-গুলজার-মনির প্যানেল এবং তাহির-আজম এবং আখলাক প্যানেলের হয়ে ৩৪ প্রার্থী অংশগ্রহন করেন।

নির্বাচনে ২৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মাফিজ খান, তার নিকটতম প্রতিদন্দ্বী শেখ তাহির উল্লাহ পেয়েছেন ২৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গুলজার খান, তার নিকটতম প্রতিদন্দ্বী আজম খান পেয়েছেন ২১৪। (১) সহ-সভাপতি পদে ৩০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিসবাহ উদ্দিন, তার নিকটতম প্রতিদন্দ্বী ফারুক মিয়া পেয়েছেন ২৬১ ভোট।

(২) সহ-সভাপতি পদে ফরিদ আহমদ ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দ্বী শাহ জয়নাল আবেদীন পেয়েছেন ২১০ ভোট। (১) সহ-সাধারণ সম্পাদক পদে ৩০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম রন্জু(২) এবং ২৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কবির মিয়া।

কোষাধ্যক্ষ পদে ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আখলাকুর রহমান। তার নিকটতম প্রতিদন্দ্বী মনির আহমেদ পেয়েছেন ২৫৭ ভোট। সহ-কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন হাসিনুজ্জামান নুরু ৩২৪ ভোট। তার নিকটতম প্রতিদন্দ্বী বাবুল হোসেন পেয়েছেন ২৪৪ ভোট।

প্রেস এন্ড পাবলিসিটি সম্পাদক পদে ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম। তার নিকটতম প্রতিদন্দ্বী মানিক মিয়া পেয়েছেন ২২৮ ভোট। কালচারেল সেক্রেটারি পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৌলত হোসেইন, তার নিকটতম প্রতিদন্দ্বী হাবিবুর রহমান পেয়েছেন ২৩৯ ভোট।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিতরা হলেন-আবুল হোসেন মামুন ৩০২, খালেদ খান ২৯৮, সিরাজুল ইসলাম ২৭২, নেছার আলী লিলু ২৮৪, আব্দুস সালাম ২৬৮, শেখ মোবাশির আলী ২৬৫, গয়াস মিয়া ২৫৮।

এছাড়া পরাজিত প্রার্থীরা পেয়েছে এম এ গনি ২৪১, মোঃ শামিম আহমেদ ২৩৪, আব্দুল ওয়াদুদ সাহেল ২২৭, শামীম আহমদ ২১৪, মোহাম্মদ আলী ১৯১, কামাল উদ্দিন ২৪৩, সফিক মিয়া ১৮১।

দুপুর ২ টায় ভোট গ্রহন চলাকালী শুরু হয় সাধারণ সভা। সভায় সভাপতিত্ব করেন ট্রাষ্ট্রের সভাপতি মতসির খান। সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনের পরিচালনায় সভায় বার্ষিক রিপোট পেশ করেন সম্পাদক এবং কোষাধ্যক্ষ।

এবারের নির্বাচনে হঠাৎ এসে চমক দেখিয়েছে মাফিজ-গুলজার এবং মনির প্যানেল। নির্বাচিতরা আগামীদিনে সংগঠনকে আরও গতিশীল এবং শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments