বিশ্বনাথ প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী সম্পর্কে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য এবং বিকৃত ছবি আপলোড করার অভিযোগে, চার বিএনপি কর্মীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা (সিলেট সাইবার পিটিশন মামলা নাম্বার-৫৮/২০২৪ইং) দেয়া হয়েছে।
সিলেট সাইবার ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ বিষয়টি আমলে নিয়ে আগামী সোমবার (১৫ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দিতে ওসি বিশ্বনাথ থানাকে নির্দেশ দিয়েছেন। গেল ৪ মার্চ মামলাটি দায়ের করেন সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৬নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার রমজানপুর চন্ডিবর গ্রামের আবদুল আলীর ছেলে মো. সমুজ আলী (৩৮)।
মামলায় অভিযুক্তরা হলেন, বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামের ওয়াহিদুর রহমানের ছেলেন জিয়াউর রহমান তানবির (২৬), সিলেটের দক্ষিণ সুরমার জৈনপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে ইমরান আহমদ রাজন (৩১), সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদাবাদ মন্ডলীভোগ গ্রামের আবদুল হান্নানের ছেলে মো. কামাল হোসাইন (২৫), ও ছাতক উপজেলার চর গোবিন্দ (জাউয়া বাজার) গ্রামের আবদুল হকের ছেলে তোফায়েল আহমদ এনাম (২৩)।
অভিযোগে প্রকাশ, পরস্পর যোগসাজশে নিজ নিজ নামীয় ফেসবুক আইডিতে থেকে অব্যাহত ভাবে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোই তাদের কাজ। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র ছবি বিকৃত করে পোস্ট ও তাদের নিয়ে আপত্তিকর, মানহানিকর, কুরুচিপূর্ণ-বিকৃত ছবি ও ব্যঙ্গ-বিদ্রোপাত্মক কথাবার্তা ছড়ায়। যা দেশ ও বিদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
এ বিষয়ে কথা হলে মামলার বাদি কৃষক লীগ নেতা মো. সমুজ আলী বলেন, অভিযুক্তরা অভিরত বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি ও বিকৃত ছবি পোস্ট করে আসছে। এ ঘটনায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী-সমর্থক হিসেবে মর্মাহত হয়ে আদালতে মামলাটি দায়ের করি। আশা করি তাদের এই অপকর্মের উপযুক্ত শাস্তি নিশ্চিত হবে।
বাংলাপেইজ/এএসএম