Tuesday, October 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার

লন্ডন অফিস: যুক্তরাজ্যের নির্বাচন শেষ হয়েছে। যেখানে ভোট গণনা চলছে। ফলাফলের জরিপে অনুযায়ী, বামপন্থী লেবার পার্টি পার্লামেন্টের মোট ৬৫০টি আসনের মধ্যে ৪১০টিতে জয়ের পথে। সেক্ষেত্রে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রীর হতে যাচ্ছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। অন্যদিকে, বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি ১৩১টি আসন পেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।

শুক্রবার (৪ জুলাই) যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে বুথ ফেরত জরিপে এমন আভাসই পাওয়া গেছে।

জরিপের ফলাফল শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূরাতন টুইটার) করা এক পোস্টে স্টারমার লিখেছেন, ‘এই নির্বাচনে লেবার পার্টির পক্ষে যারা প্রচারণা চালিয়েছেন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন এবং আমাদের পরিবর্তিত লেবার পার্টিতে আস্থা রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

যুক্তরাজ্যে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হয়। বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা পেতে ন্যূনতম প্রয়োজনের চেয়ে বেশি ভোট পেয়েছে বিরোধী দল লেবার পার্টি।

জরিপের ফলে আরো বলা হয়েছে, নির্বাচনে লেবার পার্টি ১৭০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পাবে। আর এরইসঙ্গে, ১৪ বছর পর জায়গা ছাড়তে হবে কনজারভেটিভ পার্টিকে। এতে বিদায় নিবেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এদিকে, ১৩১টি আসনে জয়লাভের পূর্বাভাস নিয়ে কনজারভেটিভ পার্টির ইতিহাসে এবার সবচেয়ে খারাপ নির্বাচনী পারফরম্যান্সের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বুথ ফেরত জরিপে মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাটদের ৬১টি আসন, ব্রেক্সিট ক্যাম্পেইনার নাইজেল ফারাজের ডানপন্থী পপুলিস্ট রিফর্ম ইউকে পার্টি ১৩ আসনে জয়লাভ পেতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments