Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদডাচদের হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ইংল্যান্ড

ডাচদের হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক:রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। ম্যাচটিতে শুরু থেকে পিছিয়ে পড়ে পরে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে ইংলিশরা। এই জয়ে শিরোপার মঞ্চে পৌঁছাল গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়েছে ইংলিশরা। ম্যাচটিতে জয়ী দলের হয়ে একটি করে গোল করেছেন হ্যারি কেইন ও ওলি ওয়াটকিনসন। আর ডাচদের হয়ে গোল করেছেন জাভি সিমোন্স।

এদিন ৫৯ শতাংশ বল দখলে রেখে ৯টি শট নেয় ইংল্যান্ড। যার মধ্যে লক্ষ্যে ছিল ৫টি। অন্যদিকে ৪১ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে ৭টি শট নেয় নেদারল্যান্ডস, যার দুটি ছিল লক্ষ্যে।

খেলার ৭ মিনিটে এগিয়ে যায় ডাচরা। গোল করেন জাভি সিমোন্স। বক্সের সামান্য দূর থেকে দুর্দান্ত শটে ইংলিশদের জাল কাঁপিয়ে দেন তিনি। তার নেয়া শটটি আটকানোর চেষ্টা করেছিলেন ইংলিশ গোলরক্ষক পিকফোর্ড। কিন্তু বলের গতির কাছে পরাস্ত হন তিনি। স্কোরলাইন দাঁড়ায় (১-০)।

খেলার ১৫ মিনিটে বক্সের মধ্যে কেইনকে ফাউল করেন ডাচ ডিফেন্ডার ডামফ্রিস। তাতেই পেনাল্টি পায় ইংল্যান্ড। স্পটকিক থেকে কোনাকুটি শটে দলকে সমতায় ফেরান কেইন (১-১)। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩) আক্রমণে ওঠে ডাচরা। কিন্তু জটলার ইংলিশদের ডেডলক ভাঙতে পারেনি তারা।

শেষ পর্যন্ত ১-১ স্কোরলাইন রেখে বিরতিতে যায় দুই দলই। দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় ডাচরা। একের পর এক আক্রমণে ওঠে দলটি। তবে ইংলিশদের ডেডলক ভাঙতে না পেরে কাঙ্ক্ষিত লিডের দেখা পাচ্ছিল না তারা।

অতিরিক্ত সময়ে (৯০+১) কোল পালমারের ডিফেন্স চেরা পাস থেকে কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন ওলি ওয়াটকিনস। তার গোলেই ইংলিশদের জয় নিশ্চিত হয়। এই জয়ে দ্বিতীয় দল হিসেবে চলমান ইউরোর ফাইনালে জায়গা করে নিলো গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। আগামী ১৫ জুলাই ইউরোর ফাইনালে মুখোমুখি হবে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments