ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয় উরুগুয়ে। যেখানে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে গিয়েও ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া।
তবে দ্বিতীয়ার্ধে সেই সুযোগ নিতে পারেননি লুইস সুয়ারেজরা। এতে ১-০ গোলে হেরে টুর্ণামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে তাদের। আর রুদ্ধশ্বাস জয়ে ফাইনারে উঠেছে নেস্টর লরেঞ্জোর শিষ্যরা।
বৃহস্পতিবার ব্যাংক অব আমেরিকায় স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। ম্যাচটিতে একমাত্র জয়সূচক গোলটি করেন জেফারসন লের্মার। তার এই গোলেই ফাইনাল নিশ্চিত হয়েছে কলম্বিয়ানদের।
আগামী ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।
বাংলাপেইজ/এএসএম