Sunday, October 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদস্বস্তির বৃষ্টিতে ভিজছে ঢাকা

স্বস্তির বৃষ্টিতে ভিজছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক: টানা কয়েক সপ্তাহের তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। শুক্রবার সকাল থেকে ঢাকাতেও অবিরাম বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা অনেকটা কমলেও চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

এদিন ভোর থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। সকালেই নামে ঝুম বৃষ্টি। মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিও বেড়েই চলছে। এদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। তবে বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর বেশ কিছু এলাকায় বৃষ্টি শুরু হয়। তেজগাঁও, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মৌচাকসহ অনেক এলাকায় বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। তবে বৃষ্টির পরিমাণ কোথাও কম আবার কোথাও বেশি। বৃষ্টির কারণে নগর জুড়ে স্বস্তি ফিরে এসেছে।

বৃষ্টিতে নগরীর অনেক প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেকেই নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটেছেন।

এমন বৃষ্টি রাজধানীবাসীর জীবনে স্বস্তি এনে দিলেও সকালে যারা বাইরে বেরিয়েছেন, তাদের কাউকে ভোগান্তিতেও ফেলেছে। বিশেষ করে সকালে জরুরি কাজে যারা ঘরের বাইরে বেরিয়েছে, তাদের ভিজতে হয়েছে বৃষ্টিতে। তবে বৃষ্টি হতে দেখে সবাই খুশি।

এর আগে বৃহস্পতিবারই ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছিল আবহাওয়া অধিদফতর। দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের সঙ্গে দুই বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথাও জানায় সংস্থাটি।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments