Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদবক্স অফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের‘সারফিরা’

বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের‘সারফিরা’

বিনোদন ডেস্ক: সময়টা তার মোটেও ভালো যাচ্ছে না বলিউডের তারকা অভিনেতা অক্ষয় কুমার। একের পর এক সিনেমা মুক্তি পেলেও মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে।

সর্বশেষ বিগবাজেটের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমাও দর্শক টানতে পারেনি। এবার শুক্রবার (১২ জুলাই) মুক্তি পেয়েছে ‘সারফিরা’।

সিনেমাটি মুক্তির আগে খুব একটা আলোচনার জন্ম দিতে পারেনি। এর ট্রেলার, গান দর্শকদের টানতে পারেনি। যার ফলে সিনেমাটি মুক্তির পর হলে দর্শক উপস্থিতি একেবারেই নেই বলে সংবাদ প্রকাশ করেছে বলিউড ভিত্তিক একাধিক গণমাধ্যম।

এর মধ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এটি অক্ষয়ের ক্যারিয়ারের সবচেয়ে বাজে ওপেনিং সিনেমা। প্রথম দিন বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে মাত্র ২.৪০ কোটি রুপি, যা অভিনেতার ক্যারিয়ারের গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন।

এর কারণও ব্যাখ্যা করেছে গণমাধ্যমটি। প্রভাস-দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’ সিনেমার তাণ্ডবেই উড়ে গেছে অক্ষয়ের নতুন সিনেমা। নাগ অশ্বিন পরিচালিত সিনেমাটি মুক্তির ১৭ দিনের মাথায় শুধু ভারত থেকেই আয় করেছে ৫৪৮ কোটি রুপি।

আর বিশ্বব্যাপী এর আয় ৯০০ কোটি রুপির বেশি। যে ঝড়ে উড়ে গেছে অক্ষয়ের ‘সারফিরা’। সুধা কোঙ্গারা পরিচালিত এ সিনেমাটি ভারতসহ বিশ্বের ২৫০০ পর্দায় মুক্তি দেওয়া হয়। দর্শক চাহিদা না থাকায় ইতোমধ্যেই সিনেমাটি অনেক হল থেকে নামিয়েও দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে।

বাংলাপেইজ/ এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments