Thursday, November 21, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeঅর্থনীতিদেশের দুই সপ্তাহে রেমিট্যান্স আসলো ১১৫৪৮ কো‌টি টাকা

দেশের দুই সপ্তাহে রেমিট্যান্স আসলো ১১৫৪৮ কো‌টি টাকা

অর্থনীতি প্রতিবেদক: চলতি জুলাই মাসে মাত্র ১৩ দিনের রেমিট্যান্স প্রকাশিত করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৩ দিনে দেশে বৈধ পথে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৯৭ কোটি ৮৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

রোববার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১১৮ টাকা ধ‌রে) যার পরিমাণ ১১ হাজার ৫৪৮ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৫২ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, জুলাই মাসের প্রথম ১৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৩ কোটি ৬৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৮ কোটি ৯০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

এর আগে, ২০২৩-২৪ অর্থবছরের জুনে রেমিট্যান্স এসেছে ২৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার। গত তিন অর্থবছরের মধ্যে যা সর্বোচ্চ ও একক মাস হিসেবে ৪৭ মাসের মধ্যে সর্বোচ্চ। ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২ লাখ ৮২ হাজার কোটি টাকা।

রেমিট্যান্সের এ অংক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments