Friday, November 22, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদআন্দোলনরত ছাত্ররা টিএসসিতে, দুই ঘণ্টা পর হলে ফিরছেন ঢাবির ছাত্রীরা

আন্দোলনরত ছাত্ররা টিএসসিতে, দুই ঘণ্টা পর হলে ফিরছেন ঢাবির ছাত্রীরা

ঢাবি প্রতিনিধি: দুই ঘণ্টার বেশি সময় ধরে বিক্ষোভ করার পর ক্যাম্পাস ত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪টি আবাসিক হলের ছাত্রীরা। রোববার গভীর রাতে একটার পর টিএসসি থেকে তাদের হলে ফিরতে দেখা গেছে। এদিকে রাত দেড়টা দিকে এ প্রতিবেদন লেখার সময় সেখানে ছাত্রদের অবস্থান করতে দেখা গেছে।

রোববার (১৫ জুলাই) রাত দেড়টার দিকে অবস্থান কর্মসূচি শেষ হয়। এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহারের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারীরা।

তারা বলেন, আজকে সংবাদ সম্মেলনে কোটা নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য আমাদের রক্তে আগুন ধরিয়েছে। যখন কারো রক্তে দাগ লাগানো হয়, তখন কেউ ঘরে বসে থাকতে পারে না। প্রধানমন্ত্রী যদি তার বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।

এর আগে, রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে দলবেঁধে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘কে রাজাকার কে রাজাকার, তুই রাজাকার তুই রাজাকার’, ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র কারো বাপের না’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না কি রাজাকের নাতি-নাতনিরা চাকরি পাবে? তারই প্রতিবাদে রাতেই রাজপথে নেমে আসেন শিক্ষার্থীরা।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments