ক্রীড়া ডেস্ক: গোলশূন্য প্রথমার্ধ শেষ কলম্বিয়া-আর্জেন্টিনা ফাইনালগোলশূন্য প্রথমার্ধ শেষ কলম্বিয়া-আর্জেন্টিনা ফাইনালকোপা আমেরিকার ফাইনালে জমজমাট এক লড়াইয়ের আভাস আগেই পাওয়া গিয়েছিল। ম্যাচেও সেটাই দেখা গেল। শিরোপা নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানে সমান লড়ে গেল। তবে গোল পায়নি কেউ।
এর আগে ১ ঘন্টা ২২ মিনিট পর শুরু হয় কোপা আমেরিকার আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যেকার ফাইনাল ম্যাচ। এর আগে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কলম্বিয়ান ভক্তদের তোপের মুখে শুরুতেই আধঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যেকার ম্যাচ। পরে বাংলাদেশ সময় সকাল ৭টা ১৫ মিনিট শুরু এ ম্যাচ।
কোপা আমেরিকার ফাইনালের জন্য কোচ স্কালোনি বেছে নিলেন আগের ম্যাচের একাদশকেই। কানাডার বিপক্ষে সেমিফাইনালের ম্যাচের ১১ জনকেই রেখেছেন কলম্বিয়ার বিপক্ষে বিগ ম্যাচে।
সেমিফাইনালের পর গঞ্জালো মন্তিয়েলকে নিয়ে কিছুটা হলেও শঙ্কা ছিল আর্জেন্টিনার। ইনজুরির কারণে তিনি শতভাগ ফিট থাকবেন কি না তাও আলোচনায় এনেছিলেন অনেকে। তবে শেষ পর্যন্ত এই রাইটব্যাক থাকছেন শুরুর একাদশে।
আবার নিজের শেষ ম্যাচ খেলতে নামা আনহেল ডি মারিয়াও থাকছেন প্রথম থেকেই। আক্রমণভাগে তিনি সঙ্গ দেবেন লিওনেল মেসি আর হুলিয়ান আলভারেজকে।
মাঝমাঠে অবশ্য আগেই নির্ধারিত আছে কারা খেলবেন। রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ আর অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টাররা এই দলের অবিচ্ছেদ্য অংশ। আর রক্ষণে থাকবেন গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ এবং নিকোলাস তালিয়াফিকো। আর গোলবারের নিচে বরাবরের মতোই আছেন এমিলিয়ানো মার্তিনেজ।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ। গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টালিয়াফিকো। রড্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আনহেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।
বাংলাপেইজ/ এএসএম