Saturday, November 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদজাবিতে অবরুদ্ধ উপাচার্য, মুখোমুখি শিক্ষার্থী-পুলিশ

জাবিতে অবরুদ্ধ উপাচার্য, মুখোমুখি শিক্ষার্থী-পুলিশ

জাবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলন ঘিরে থমে থমে বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এ নির্দেশ প্রত্যাখ্যান করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে এক জরুরি সিন্ডিকেট সভায় জাবি প্রশাসন শিক্ষা কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করলে বিক্ষুব্ধ হয়ে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় কয়েকজন শিক্ষার্থী রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালান। তবে কোটা সংস্কার আন্দোলনকারীরা জানান, যারা ভাঙচুর চালিয়েছে, তারা আমাদের কেউ নয়। তারা অনুপ্রবেশকারী। ভাঙচুরের পরপরই পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় দুই পক্ষের মুখোমুখি অবস্থান দেখা গেছে।

এর আগে, এ দিন বেলা সাড়ে ১২টার দিকে দেড় শতাধিক পুলিশ সাঁজোয়া যান নিয়ে প্রবেশ করে জাবি ক্যাম্পাসে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলে ক্যাম্পাসে বিজিবি মোতায়ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আরও বেশকিছু র‍্যাব ও পুলিশ সদস্য প্রস্তুত রয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, মহুয়া তলা, পদার্থ বিজ্ঞান ভবনের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। পুলিশ শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments