ঢাবি প্রতিনিধি: রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে সাংবাদিকসহ ২১ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, সকাল থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশে এ সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ২১ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। দুইজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার অনেকেই জরুরি বিভাগে এখনও চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন, সাবিব (৩৩), জীবন (২৫), সোলাইমান (২৬), তারেক (২৫)। কাউসার (২০), মো. অলিউল্লাহ (২৭), মো. নাঈম (২৪), মো. সাইদুল ইসলাম (২৬), মো. ইকবাল হোসেন (৪০), মো. সোহান (২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০), কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০) ও নাদিম উদ্দিন খোকন (২৭), কৌশিক হাসান বিজয় (২৩), মো. মাসুদ (২১), মো. হাবিব (২২)।
বাংলাপেইজ/এএসএম