Tuesday, December 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদডিএমপির ৬১ কোটি টাকার ক্ষতি, ঢাকায় গ্রেপ্তার ১৭৫৮

ডিএমপির ৬১ কোটি টাকার ক্ষতি, ঢাকায় গ্রেপ্তার ১৭৫৮

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের সাঁড়াশি অভিযান চালিয়ে গ্রেফতার করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় ঢাকায় ১৫৪টি মামলায় এখন পর্যন্ত এক হাজার ৭৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ গ্রেফতারকৃতদের বেশির ভাগ বিএনপি-জামায়াতের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ডিএমপির ৫০টি থানায় ১৫৪টি মামলায় বুধবার পর্যন্ত এক হাজার ৭৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নাশকতাকারীদের হামলায় ডিএমপির ভবন, গাড়ি ও যন্ত্রপাতি ধংসের ঘটনায় ৬১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যারা নাশকতা ও সহিংসতায় জড়িত তাদের ভিডিও দেখে গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।

বুধবার (২৪ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘একজন নিরপরাধ লোকও যেন জেলে না ঢোকে এজন্য আমরা বিশ্লেষণ করছি। যারা প্রকৃত সন্ত্রাসী তাদের গ্রেফতার করা হচ্ছে। ’

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments