নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের আন্দোলন শেষ হয়নি, কারণ আমার রুটি-রুজির ব্যাপার আছে। জিনিস পত্রের দাম যেভাবে বেড়েছে আমরা কুলিয়ে উঠতে পারছি না। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
বুধবার (২৪ জুলাই) বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। তিনি বলেন, অতীতের ইতিহাস দেখেন, পাকিস্তান আমলের ইতিহাস দেখেন, সেখানেও দেখবেন বহুবার আন্দোলন এসেছে, আন্দোলন একপর্যায়ে হয়ত সেটা স্তিমিত হয়েছে।
ফখরুল আরো বলেন, , এবারের আন্দোলনে সমস্ত মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। এক বাচ্চা ছেলে ১৫/১৬ বছরের বয়স, সে তার মায়ের কাছে বলে এসেছে ‘মা আমি আন্দোলনে যাবো, সাধারণ মানুষ বেরিয়ে এসেছে, ওদের সাথে আমাদের যেতে হবে।
এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘নানা ঘটনা প্রবাহের পর চলমান আন্দোলনের সমাপ্তি হয়েছে কিনা’, প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় তিনি এ কথাগুলোর পাশাপাশি জানান, আন্দোলন শেষ হয়নি।
গত কয়েকদিন ধরে বিএনপি মহাসচিব বিবৃতির মাধ্যমে দলের বক্তব্য উপস্থাপন করলেও বুধবার কারফিউ ৭ ঘণ্টা শিথিল থাকার মধ্যে গণমাধমের মুখোমুখি হন।
বিএনপি মহাসচিব বলেন, একদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলন ছিল, অন্যদিকে সরকারের চরম ব্যর্থতা সর্বক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে, দুর্নীতি দমনের ক্ষেত্রে, দুর্নীতি তারা নিজেরাই করে সবখানে তারা এত ব্যর্থ হয়েছে যে, রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ ব্যর্থ।
সেই কারণেই জনগণের পুঞ্জীভূত ক্ষোভ তারই বহিঃপ্রকাশ হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়েছে। হ্যাঁ, সাময়িকভাবে সেনা বাহিনী নামিয়ে, দমনপীড়ন করে, নির্যাতন-নিপীড়ন করে, তারা এটাকে হয়ত থামিয়ে দিতে পারে। এটার যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু কখনো এটার শেষ সমাধান হবে না।
রাজনৈতিক সমাধানটা কি প্রশ্ন করা হলে মির্জা ফখরুল স্পষ্ট ভাষায় বলেন, রাজনৈতিক সমাধান হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
বাংলাপেইজ/এএসএম